ঢাকারবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৫
আজকের সর্বশেষ সবখবর

তিব্র শীত, বরগুনায় ৩ শতাধিক শীতার্ত পেলেন কম্বল

নিজস্ব প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ
পঠিত: 109 বার
Link Copied!

বরগুনা চেম্বার অফ কমার্সের উদ্যোগে অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর কবীর।

সোমবার বেলা ১১ টায় বাজার রোডে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট সোহেল হাফিজ, সদস্য সচিব মো. নাসির উদ্দিনসহ চেম্বার অব কমার্সের কার্যকরি কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন। এ সময় ৩ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।