ঢাকারবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:১১
আজকের সর্বশেষ সবখবর

ওজু করে ফেরা হলোনা কলেজছাত্রের

নিজস্ব প্রতিনিধি
মে ৪, ২০২২ ১:৫০ পূর্বাহ্ণ
পঠিত: 120 বার
Link Copied!

বরগুনায় ঈদের নামাজের জন্য ওজু-গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মেহেদী হাসান (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।

তিনি জানান, বুধবার সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে কাঠালতলী এলাকায় এঘটনা ঘটে। মৃত মেহেদী হাসান একই এলাকার মো. আলতাফ হোসেন ছেলে ও স্থানীয় সরকারি কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ পড়ার জন্য সকালে বাড়ির পুকুরে ওজু-গোসল করতে গিয়েছিল মেহেদী হাসান। পরে অনেক সময় ধরে তাকে না দেখতে পেয়ে স্বজনরা খোঁজা খুঁজি করে মেহেদীকে পুকুরে ভাসতে দেখেন।

পরে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।