বরগুনার তালতলীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগে থানায় মামলা হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) তালতলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার দুপুরে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
পরে ওই দিন বিকালে বিচারের দাবিতে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করে এবং ওই রাতেই আহত শিক্ষার্থীর বাবা আবু হানিফ বাদী হয়ে ৬ জনকে আসামি ও ৪/৫ জনকে অজ্ঞতানামা উল্লেখ করে তালতলী থানায় মামলা করেন।
আহত শিক্ষার্থীর নাম শফিকুল ইসলাম। তিনি তালতলী তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
শিক্ষার্থী শফিকুল ইসলামের অভিযোগ, ঘটনার আগের দিন প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একই বিদ্যালয়ের শিক্ষার্থী মিমের ছবি তুলেন স্থানীয় হৃদয় নামের এক যুবক। এ বিষয়টি শফিকুল তাদের শিক্ষক ফোরকানকে জানালে শিক্ষক ফোকরান হৃদয় ও তার সঙ্গীদের ডেকে বকাঝকা করেন।
এতে হৃদয়সহ মামলার আসামীরা ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুরে পরীক্ষার হল থেকে শফিকুল বের হলে মারধর করে জখম করে। স্থানীয়রা শফিকুলকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু বলেন, পরীক্ষার্থীকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলতেছে।