ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৪
আজকের সর্বশেষ সবখবর

এমএ মান্নান মৃধা’র মৃত্যু বার্ষিকী

বেতাগী প্রতিনিধি
মার্চ ৬, ২০২২ ১২:৪৮ পূর্বাহ্ণ
পঠিত: 119 বার
Link Copied!

বেতাগী পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবিরের পিতা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এমএ মান্নান মৃধা’র ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮ টায় চির শয্যায় শায়িত কবরে পুস্পস্তবক অর্পন করা হয়।

এ সময় মরহুমের জ্যেষ্ঠ পুত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, উপজেলা আওয়ামী, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পৌরসভা সকল কাউন্সিলরসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।

পুস্পস্তবক শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য মরহুম এমএ মান্নান মৃধা সদালাপী, মিষ্টভাষী , নির্মোহ, সৎ ও নিরাহংকার, একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।