বেতাগী পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবিরের পিতা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এমএ মান্নান মৃধা’র ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৮ টায় চির শয্যায় শায়িত কবরে পুস্পস্তবক অর্পন করা হয়।
এ সময় মরহুমের জ্যেষ্ঠ পুত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, উপজেলা আওয়ামী, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পৌরসভা সকল কাউন্সিলরসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।
পুস্পস্তবক শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
উল্লেখ্য মরহুম এমএ মান্নান মৃধা সদালাপী, মিষ্টভাষী , নির্মোহ, সৎ ও নিরাহংকার, একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।