ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১১:০৬
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে তিন সন্তানের মা হলেন গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২২ ১২:৫১ পূর্বাহ্ণ
পঠিত: 84 বার
Link Copied!

বরগুনায় একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শামসুন্নাহার (৩৫) নামে এক গৃহবধূ।

বুধবার (২০ এপ্রিল) সকালে বরগুনা সদর উপজেলার কুয়েত প্রবাসী প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি ছেলে ও দুটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

গৃহবধূর শামসুন্নাহার একই উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ইটবাড়িয়া এলাকার নিজাম উদ্দিনের স্ত্রী।

গৃহবধূর স্বামী নিজাম উদ্দিন বলেন, আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুয়েত প্রবাসী হাসপাতাল নিয়ে আসি। তখনও ভাবিনি একসঙ্গে তিন সন্তানের বাবা হব।

কুয়েত প্রবাসী হাসপাতালের আবাসিক চিকিৎসক সাদিয়া পারভীন বলেন, মঙ্গলবার প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন শামসুন্নাহার। বুধবার সকালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি। মা ও সন্তানরা সুস্থ আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।