আজ ২ রা মে রোজ সোমবার। আগামিকাল পবিত্র ইদুল ফিতর। শেষ রোজায় পাথরঘাটা এনসিটিএফ এর সদস্যরা ঈদের খুশি শিশুদের সাথে ভাগ করে নিতে মেহেদী উৎসব করে। সকালে একসাথে পাথরঘাটা প্রেসক্লাবে একত্রিত হয় পাথরঘাটা এনসিটিএফ শিশুরা । তারপরে বাজার থেকে মেহেদী নিয়ে শিশুদের কাছে বের হয় । সেখানে এনসিটিএফ শিশুরা প্রথমে দুই -তিন জন শিশুকে মেহেদী পরিয়ে দেই। তারপর আরো অনেক শিশুরা মেহেদী দিতে এগিয়ে আসেব ওদের কাছে । সব শিশুরা অনেক খুশি হয় মেহেদী দিতে পেরে। পাথরঘাটা শহরের বিভিন্ন স্থানে শিশুদের হাতে মেহেদী পড়িয়ে দেয় এএনসিটিএফ শিশুরা। সবশেষে নদীর পাড়ের সুবিধা বঞ্চিত শিশুদের মেহেদি পরিয়ে দেয় । তাদের মধ্যে অনেক শিশু আছে যাদের নিজেরা মেহেদী কিনে পরার মতো টাকা নেই।সেই সকল শিশুরা মেহেদী পরতে পেরে অনেক খুশি হয়। সুবিধাবঞ্চিত শিশুদের পাশাপাশি সেই শিশুদের অভিভাবকরা অনেক খুশি হয়। সব ধরনের শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পেরে অনেক আনন্দিত হয় পাথরঘাটা এনসিটিএফ শিশুরা । পাথরঘাটা এনসিটিএফ সভাপতি শোয়েব তাসিন জানান, “অনেক শিশু আছে যারা মেহেদী কিনতে পারে না। এসব সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিজেদের ইদ আনন্দ ভাগ করে নিতে এই ক্ষুদ্র প্রচেষ্টা। মেহেদীর রঙে রাঙুক সকল শিশুদের ইদ আনন্দ। “এভাবে পাথরঘাটা এনসিটিএফ শিশুরা এই বছরের শেষ রোজা আর ঈদের আগের দিন শিশুদের সাথে মেহেদী উৎসবের মাধ্যমে পালন করে ।