ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৫
আজকের সর্বশেষ সবখবর

ঈদে সাগুদানার পায়েস

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ৩০, ২০২২ ১১:৪৯ অপরাহ্ণ
পঠিত: 116 বার
Link Copied!

সাগুদানা দক্ষিণ এশিয়ায় বেশ প্রচলিত খাবার। স্যুপ, ফালুদা, ফিরনি ইত্যাদিতে এর ব্যবহার অধিক।

সাগুদানায় ক্যালোরি, প্রোটিন, ফ্যাট ও ফাইবার অতি সামান্য পরিমাণে, কার্বোহাইড্রেট ও জিংক রয়েছে।

ওজন বাড়াতে সাহায্য করে এ খাবার। তবে যারা ডায়েট করেন তারা এড়িয়ে চলাই ভালো।

সাগুদানায় পটাশিয়াম থাকায় ব্লাড প্রেশার কন্ট্রোল করে। এ ছাড়াও এতে প্রচুর পরিমাণে বি৬ থাকায় গর্ভস্থ বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো।

উপকরণ

দুধ- ৪ কাপ
সাগু- ১/২ কাপ
চিনি- ১/২ কাপ
এলাচি গুঁড়া- এক চিমটি
সাজানোর জন্য- কিসমিস, পেস্তা, কাজু ইত্যাদি পছন্দমতো।

প্রস্তুতপ্রণালি

সাগু ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার ৪ কাপ দুধ জ্বাল দিয়ে ঘন করে ৩ কাপ করে তাতে সাগু দিয়ে ভালো করে নাড়ুন। নইলে সাগু জমাট বেঁধে যাবে। সাগু সিদ্ধ হয়ে গেলে তাতে চিনি দিয়ে নেড়ে কিছু সময় জাল দিন। আন্দাজ মতো ঘন হয়ে গেলে এলাচি গুঁড়া দিয়ে নামিয়ে নিন। এবার কিসমিস, পেস্তা, কাজু ইত্যাদি দিয়ে আপনার পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।