ঢাকাবুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪০
আজকের সর্বশেষ সবখবর

ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মাসুদ রেজা ফয়সাল 
মার্চ ৭, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ
পঠিত: 158 বার
Link Copied!

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিলন খানের ওপর দুর্বৃত্বদের হামলার প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা পরিবারের  সন্তান ও বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।

সোমবার (৭মার্চ) বেলা ১১টায় বামনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনের নেতৃত্ব দেন বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ।

বক্তারা বলেন, রাতের আঁধারে ইউপি সদস্যের ওপর হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় না আনা হলে অবিলম্বে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।