” আমাদের পন্য আমরাই বিক্রি করি। আমাদের পন্য আমরা ব্রান্ডিং করি। “
আজ আমি ধন্য। বরগুনার একটি পণ্য সারা বাংলাদেশ পরিচিতি তৈরি করতে (ব্র্যান্ডিং) পেরেছি। গোলের গুড় আজ দেশ-বিদেশে সবার কাছে অনেক জনপ্রিয় একটি খাবার পণ্য।
বরগুনা জেলার তালতলী উপজেলার অবহেলিত একটি জনপদের নাম বেহালা গ্রাম। এই গ্রামের মেঠো পথ ধরে হাঁটলে মাঠের পর মাঠ চোখে পড়বে গোল গাছের বাগান।
চৌচির মাঠগুলোর আঁকাবাঁকা খালের দুই ধারে সবুজের শাড়ি।যতদূর চোখ যাবে ততো দূরেই গোল গাছের বাগান।
কৃষকদের শীত মৌসুমের বাড়তি আয়ের জন্য, এই গোল গাছ দিয়ে রস সংগ্রহ করে মিঠা তৈরি করা হয়।
বাংলাদেশ উপকূল অঞ্চলের দুটি জেলার কয়েকটি গ্রামে এই গোলের গুড় তৈরি করা হয়। ভেজালমুক্ত খাবারের মধ্যে এখন গোলের গুড়টা অন্যতম।
আমার সামান্য উদ্যোগের কারণে এই খাবার পণ্যটি ব্রান্ডিং করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে খাওয়ানোর সুযোগ হয়েছে।
আজ কৃষকরা বাড়িতে বসেই তাদের পণ্য বিক্রয় করে থাকে। একসময় এই গুড় নিয়া বিক্রয়ের জন্য তাদের দুশ্চিন্তা করতে হত। নষ্ট হতো অনেক গুড়। আজ তারা অনলাইনের মাধ্যমে তাদের পণ্য সারা বাংলাদেশ বিক্রয় করে থাকে।