ঢাকাবুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৭
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

আমতলী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ণ
পঠিত: 105 বার
Link Copied!

বরগুনার আমতলীতে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরগুনা জেলা ক্রীড়া অফিস এর ব্যবস্থাপনায় আমতলীর দক্ষিন কাঠালিয়া সাহেবর খাতুন বুদ্ধি প্রতিবন্ধী (বিডিডি) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় অটিজম ক্রীড়া উৎসব-২০২২। এ অনুষ্ঠানে উপজেলার ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশগ্রহণ করে। ক্রীড়া উৎসব ও প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মানজারুল হক কায়সার, হলদিয়া ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামামন মিন্টু । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন। অনুষ্ঠানে অভিবাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।