বরগুনার আমতলীতে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরগুনা জেলা ক্রীড়া অফিস এর ব্যবস্থাপনায় আমতলীর দক্ষিন কাঠালিয়া সাহেবর খাতুন বুদ্ধি প্রতিবন্ধী (বিডিডি) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় অটিজম ক্রীড়া উৎসব-২০২২। এ অনুষ্ঠানে উপজেলার ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশগ্রহণ করে। ক্রীড়া উৎসব ও প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মানজারুল হক কায়সার, হলদিয়া ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামামন মিন্টু । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন। অনুষ্ঠানে অভিবাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।