বরগুনার আমতলীতে বজ্রপাতে হাচন আলী (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় চাওয়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (২৯ মে) দুপুরে উপজেলার চাওরা ইউনিয়নের পাতাকাটা এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত কৃষক হাচন আলী হাওলাদার একই এলাকার ইসমাইল হাওলাদারের ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বাড়ির পাশে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাচন আলী। স্বজনরা খুঁজতে গিয়ে দেখেন ঝলশানো শরীর নিয়ে মাঠে পরে আছে তিনি। পরে স্বজনরা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়ী নিয়ে আসেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় দাফন করতে বলা হয়।