পটুয়াখালী চৌরাস্তা থেকে আমতলী চৌরাস্তা পর্যন্ত ও খুড়িয়াখেয়াঘাট হয়ে কুয়াকাটা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা নিজ খরচায় সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন পটুয়াখালীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী । অবৈধ স্থপনা সরিয়ে ফেলার জন্য গনবিজ্ঞপ্তি জারী করেছেন।
গনবিজ্ঞপ্তিত্বে উল্লেখ করেন আগামী ২২ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের (উপসচিব )নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়ের সহযোগিতায় অবৈধ স্থাপনা সরানো হবে।
এমতবস্থায় সকল অবৈধ স্থাপনা উল্লেখিত সময়ের পূর্বে অবৈধ দখলদারদের নিজ খরচায় সরিয়ে ফেলার জন্য গনবিজ্ঞপ্তি করেছেন।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ কামরুল হাসান মুঠোফোনে বলেন, যথেষ্ট সময় দিয়ে অবৈধ দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে ফেলার জন্য গনবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।