ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৩
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে অবৈধ স্থপনা অপসরণের জন্য গনবিজ্ঞপ্তি

সাইদুর রহমান
মার্চ ৩, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
পঠিত: 268 বার
Link Copied!

পটুয়াখালী চৌরাস্তা থেকে আমতলী চৌরাস্তা পর্যন্ত ও খুড়িয়াখেয়াঘাট হয়ে কুয়াকাটা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা নিজ খরচায় সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন পটুয়াখালীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী । অবৈধ স্থপনা সরিয়ে ফেলার জন্য গনবিজ্ঞপ্তি জারী করেছেন।

গনবিজ্ঞপ্তিত্বে উল্লেখ করেন আগামী ২২ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের (উপসচিব )নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়ের সহযোগিতায় অবৈধ স্থাপনা সরানো হবে।

এমতবস্থায় সকল অবৈধ স্থাপনা উল্লেখিত সময়ের পূর্বে অবৈধ দখলদারদের নিজ খরচায় সরিয়ে ফেলার জন্য গনবিজ্ঞপ্তি করেছেন।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ কামরুল হাসান মুঠোফোনে বলেন, যথেষ্ট সময় দিয়ে অবৈধ দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে ফেলার জন্য গনবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।